আমি abcacademy থেকে ওয়েব ডিসাইন কোর্সটি কিনেছিলাম । কোর্সটি কমপ্লিট করতে আমার ৪ মাস সময় লেগেছে । কোর্সটি আমার কাছে অত্যন্ত সহজ মনে হয়েছে । যা আমি খুব অল্প সময়ে শিখতে পেরেছি । abcacademy এর শিক্ষকদের কাছ থেকে আমি যথেষ্ট সাপোর্ট পেয়েছি । এই মাস এ আমি fiverr মার্কেটপ্লেস এ একটি কাজ সফলভাবে সম্পন্ন করেছি । আমার এইটুকু সফলতার জন্য abcacademy কে অনেক অনেক ধন্যবাদ ।
হঠাৎ একদিন রাতে একটি অর্ডার পাই ফটোএডিটিং এর কাজ । সময় মতো করে দেয় এবং ভালো রিভিউ পাই । আপনাদের এই ঘটনা বলার কারণ হলো আমার মতো অনেকেই আছেন এই abcacademy এর সাথে । লেগে থাকলে আপনারাও সফল হবেন । এটি আমার জন্য অবশ্যই বড়ো একটি অর্জন ।
যদিও আরো অনেকটা পথ বাকি, আমার জন্য দুয়া করবেন । মাশরুর স্যারসহ abcacademy এর সবাইকে অনেক অনেক ধন্যবাদ ।
প্রথমে ধন্যবাদ জানাই abcacademy কে এবং আমার মেন্টর কে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর ভাবে শিখানোর জন্য ।
কোর্সটি অনলাইন এ হওয়ার কারণে আমার মতো অন্য অন্য পেশার মানুষ ও করার সুযোগ পেয়েছে । এটি অবশ্যই আপনাদের একটি ফলপ্রসূ পদক্ষেপ ।
আমি মনে করি একজন ট্রেইনার হিসাবে আপনি সফল । কোর্সটি শেষ করে ফ্রীল্যানসিং আর দিকে দাবিতো হচ্ছি ইনশাআল্লাহ সফল হবো ।
আলহামদুলিল্লাহ, কোর্স এর ক্লাস গুলো ছিল মানসম্মত । মেন্টর এর সুন্দর ও আকর্ষণীয় উপস্থাপনা আমাকে মুগ্ধ করেছে ।
সেইসাথে আপনাদের সাপোর্ট টীম আর ছিল অসাধারণ ধৈর্য, যখন যে সমস্যার জন্য নক দিয়েছি আপনাদের সাপোর্ট পেয়েছি । ইনশাআল্লাহ আমরা আপনাদের দুয়া এবং পরিশ্রম দ্বারা সফল হবো, abcacademy কে অনেক ধন্যবাদ ।
এবিসি একাডেমি বাংলাদেশের একমাত্র অনলাইন লাইভ লার্নিং এবং ভিডিও কোর্স সেলিং ফ্লাটফর্ম। আমাদের উদ্দেশ্য বাংলাদেশের মানুষের প্রয়োজনীয় দক্ষতা অর্জনের
সহায়তা করা। নিজে শিখবো অপরকে শিখাবো এই স্লোগান এর মাধ্যমে আমাদের যাত্রা শুরু হয় । ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে নিয়োজিত একটি প্রতিষ্ঠান ।
আলহামদুলিল্লাহ, fiverr এ প্রথম অর্ডার কমপ্লিট করলাম । অক্টোবর এ প্রথম একাউন্ট খুলি এবং প্রথম অর্ডার কমপ্লিট করলাম । একই ক্লায়েন্ট থেকে আরেকটি অর্ডার পেয়েছি, এবং আগের অর্ডার থেকে ৫ ষ্টার রিভিউ পেয়েছি । ধন্যবাদ মাশরুর স্যার কে এবং abcacademy কে । সেই সাথে আমি আগ্রহীদের কে ডিজিটাল মার্কেটিং কোর্সটি করার জন্য বলবো । করলে আপনিও সফল হবেন ইনশাআল্লাহ ।