Our Privacy Policy

Privacy of abcacademy.net

abcacademy.net এর নিরাপত্তা বিধি -

    আমরা আপনার ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা প্রদানে আপনার একাউন্টে অননুমোদিত অধিকার এবং তথ্য প্রকাশের বিরুদ্ধে অনেক প্রকারের নিরাপত্তা মাধ্যম (এনক্রিপশন , পাসওয়ার্ড )ব্যবহার করে থাকি।
    আমাদের প্রদানকৃত সেবার সমস্ত ব্যক্তিগত ইলেকট্রনিক বিবরণ গোপন রাখা হবে, শুধুমাত্র সেই তথ্যগুলো ছাড়া যেগুলো আপনি প্রকাশ করতে ইচ্ছুক।
    আমাদের সেবার মাধ্যমে আপনার সাথে যোগাযোগের জন্য সংক্ষিপ্ত তথ্য প্রকাশিত হবে। তাই আপনার ঠিকানা প্রদানের সময় সতর্ক থাকুন যাতে কেউ আপনার তথ্য ব্যবহার করে আপনার কোন সমস্যা সৃষ্টি না করে । এ জন্য আমাদের পরামর্শ হল আপনি আপনার সংক্ষিপ্ত ঠিকানা ব্যবহার করুন । আপনি যদি দেশের আইন অথবা আমাদের সেবা ব্যবহারের শর্তাবলী লঙ্ঘন করেন, আপনি আপনার ব্যক্তিগত তথ্যের উপর গোপনীয়তার অধিকার হারাবেন।
    কিছু তথ্য হোস্টিং ওয়েব সার্ভার দ্বারা স্বয়ংক্রিয়ভাবে সংগৃহীত হয়ে থাকে
    কিছু ব্যক্তিগত তথ্য ভিজিটরগণ ওয়েবসাইটের বিভিন্ন অংশে থাকা “ফর্ম ফিলাপ করুন”, “নিউজ লেটার সাবস্ক্রাইব করুন”, “আমাদের সাথে যোগাযোগ করুন” ইত্যাদি ফর্ম স্বেচ্ছায় পূরণ করার মাধ্যমে আমাদেরকে সরবরাহ করে থাকেন।
    যেমনঃ ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস (IP Address) ওয়েব ব্রাউজার সম্পর্কিত বিভিন্ন তথ্য ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (ISP) ওয়েবসাইট ব্যবহারের সময় এবং তারিখ আগমণ এবং প্রস্থানের তথ্য নাম , ইমেইল , এড্রেস ,ফোন নাম্বার ইত্যাদি
    এ তথ্যগুলো ভিজিটরদের চাহিদামাফিক ওয়েবসাইটের কনটেন্ট উন্নত করতে আমাদেরকে সহায়তা করে।
    ওয়েবসাইটে থাকা বিভিন্ন ফরম স্বেচ্ছায় পূরণ করার মাধ্যমে যে তথ্যগুলো আমাদেরকে সরবরাহ করা হয় এ তথ্যগুলোর মাধ্যমে আমরা আমাদের ভিজিটরগণকে সহযোগিতা করতে পারি। তাদেরকে উপকারী তথ্য সরবরাহ করতে পারি। তাদের সাথে যোগাযোগ রাখতে পারি। একই সময়ে সরবরাহকৃত তথ্যগুলো ভিজিটরদের চাহিদামাফিক ওয়েবসাইটের কনটেন্ট উন্নত করতেও আমাদেরকে সহায়তা করে।
    abcacademy.net ওয়েবসাইটে অন্য কিছু ওয়েবসাইট যেমন: Google Analytics কর্তৃক সরবরাহকৃত ট্র্যাকিং ও ভিজিটর-পরিসংখ্যান বিশ্লেষণ পরিষেবা ব্যবহার করে। abcacademy.net সর্বাধিক নিরাপদ ও বিশ্বস্ত পরিষেবাগুলো বেছে নেওয়ার চেষ্টা করে এবং বহিরাগত সেবা ব্যবহার করার ক্ষেত্রে ব্যক্তিগত তথ্যাবলির গোপনীয়তা নিশ্চিত করার জন্য সকল আবশ্যকীয় নিয়ম-কানুন রক্ষা করে থাকে।
    গোপনীয়তার নীতি পরিবর্তন: আবশ্যকতা দেখা দিলে আমরা গোপনীয়তার নীতি নিরীক্ষণ করব এবং হতে পারে কিছু পরিবর্তন করব। এমন কোন পরিবর্তন ঘটলে আমরা সে সম্পর্কে ঘোষণা দিব, ব্যবহারকারীগণকে ইমেইল করে সেটা জানাব এবং গোপনীয়তার নীতির ব্যাপারে পুনরায় তাদের স্বীকৃতি চাইব।
    sslcommerze ব্যবহার করে আমরা পেমেন্ট গ্রহণ করে থাকি । পেমেন্ট কমপ্লিট করার পর পেমেন্ট ফেরত যোগ্য নয় ।
    পেমেন্ট করার পূর্বে প্রয়োজনে আমাদের কাস্টমার প্রতিনিধির সাথে কথা বলে নিন ।
    আমরা সকল ব্যবহারকারীদের উপযোগী এবং পছন্দ অনুযায়ী কনটেন্টকে তাদের কাছে উপস্থাপন করার জন্য কুকিস ব্যবহার করে থাকি। abcacademy.net কোনো তৃতীয়পক্ষের কাছে এইসব তথ্য আদান প্রদান করে না বা কোনো অসৎ উদ্দেশ্যের জন্য কুকিস সঞ্চয় করে না। আপনি আপনার ব্যবহৃত ওয়েব ব্রাউজারের স্বাভাবিক সেটিংস পরিবর্তন করে কুকিস ব্যবহার বন্ধ করতে পারেন। আমাদের গোপনীয়তা সম্পর্কিত নীতিমালা আমরা সময়ের সাথে সাথে পরিবর্তন বা সংশোধিত করতে পারি। যদি এই নীতিমালা সম্পর্কে আপনার কোনো প্রশ্ন বা পরামর্শ থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন